ভারতের দলকে ৭৯ রানে গুটিয়ে শক্ত অবস্থানে মুমিনুলরা

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৯

ডেস্ক রিপোর্ট: ভারতের মিনি রঞ্জি ট্রফিতে ভালো খেলেও প্রথম দুই ম্যাচে জয় পায়নি মুমিনুল হকের নেতৃত্বাধীন বিসিবি একাদশ। তবে তৃতীয় ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছে বিসিবি একাদশ। মাত্র ৭৯ রানেই প্রতিপক্ষকে গুটিয়ে দিন শেষে ৫৬ রানের লিড নিয়েছেন মুমিনুল-সাদমানরা।

সোমবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের আয়োজক দল কর্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি একাদশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বিসিবি একাদশের অধিনায়ক মুমিনুল হক।

এ সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে একদমই সময় নেননি দলের তিন পেসার শহীদুল ইসলাম, এবাদত হোসেন এবং আরিফুল হক। এ তিনজন মিলে মাত্র ৪১ ওভারেই গুড়িয়ে দিয়েছেন স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

আগুন ঝরানো বোলিংয়ে ১৬ ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন বিপিএল রংপুর রাইডার্সে খেলা পেসার শহীদুল। এছাড়া এবাদত ৩৬ রানে ২ ও আরিফুল নেন ২২ রানে ৩টি উইকেট।

বোলারদের এমন সফলতার দিনে ব্যাটসম্যানরা খুব একটা হতাশ করেননি। ডানহাতি ওপেনার সাইফ হাসান ৩ ও অধিনায়ক মুমিনুল আউট হন ১০ রান করে। তবে বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম অনিক খেলেন ৫৯ রানের ইনিংস।

তার ফিফটিতে ভর করেই লিড নেয় বিসিবি একাদশ। তবে নিজের ইনিংসটি বড় করতে পারেননি সাদমান। শেষ বিকেলে অবিচ্ছিন্ন জুটিতে ৪০ রান করে দিন পার করেছেন জহুরুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। জহুরুল ২৮ ও শান্ত ২৭ রানে অপরাজিত।