
ভাল্লুক মামা ভাল্লুক মামা
এই দিকে তাকাবেনা
তোমার রূপের যেই না বাহার
চোখে জাগবে ভয়ের পাহাড়।
দেখলে তোমার মুখ খানা
ভয়ে হবে বুক ফানা ফানা
দেখলে তোমার দেহখানি
মনে বাড়ে ভয়ের গতি ।
তুমি বড় ভয়ংকর
মুখে ছাড় হুংকার
তোমার হাতের থাবায় জোর
চোখ নিলো সীতেশ কাকুর ।
ভাল্লুক মামা বুঝ এবার ঠেলা
থাকো এখন বন্দী চিড়িয়াখানা ।