ভোক্তা অধিকার আইনে বড়লেখায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
ছবি ধলাইর ডাক

প্রেস বিজ্ঞপ্তি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স ।

অভিযানকালে দাসের বাজারে অবস্থিত সালাউদ্দিনের ফলের দোকানকে ১ হাজার  ৫ শত টাকা, কবির হোসেনের ফলের দোকানকে ৫ শত টাকা, ফকির বাজার রোডে অবস্থিত দি ওয়াহিদ ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।