মহান বিজয় দিবসে মণিপুরী ললিতকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ।

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী সংগীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মণিপুরি ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বিশেষ অতিথি ছিলেণ বীর মুক্তিযোদ্ধা মান্ত্রী সিংহ, নিমাই সিংহ, মাধবপুর ইউপির চেয়ারম্যান আসিদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, লেখক গবেষক ড. রনজিৎ সিংহ, শিক্ষাবিদ বসন্ত কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সানোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি চারণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।