
সংগৃহীত
ধলাই ডেস্ক: মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড, এস এ গ্রুপ অব কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান।
সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক এবং এস এ গ্রুপ অব কোম্পানির পরিচালক শামসুল আলম পান্থ নিজ নিজ প্রাতষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান এবং গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসের ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং আবু সেহেরী ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।