মেরিলিন মনরোর ভাস্কার্যটি চুরি হয়ে গেলো

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ২১, ২০১৯

ডেস্ক রিপোর্ট: মেরিলিন মনরোর স্মরণে হলিউডের ওয়াক অব ফেমে ১৯৯৪ সালে স্থাপন করা হয়েছিল স্টেইনলেস স্টিলের ওই ভাস্কর্য। এই তারকার ভক্তদের জন্য দুঃসংবাদ হলো এই ভাস্কার্যটি চুরি হয়ে গেছে। সম্প্রতি এই চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এ চুরির তদন্ত শুরু করেছে। কিংবদন্তী অভিনেত্রী ডোলোরেস ডেল রিও, ডোরাথি ডান্ড্রিজ, ম্য ওয়েস্ট এবং অনা মে ওয়াংকে নির্মাণ করা ওই ভাস্কর্যটি চলচ্চিত্রে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে নির্মাণ করা হয়। সবার ওপরে স্থাপন করা হয়েছিল মনোরোর ভাস্কর্যটি।

১৯৫৫ সালে ‘দ্য সেভেন ইয়ার ইচ’ ছবিতে মনরোর একটি পোজ বিখ্যাত হয়। যাতে দেখা যায় বাতাসে মনরোর স্কার্ট উড়ে যাচ্ছে আর একগাল হেসে স্কার্ট সামলানোর চেষ্টা করছেন অভিনেত্রী। হলিউডের ওয়াক অব ফেমের কাছে সেই আদলে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। যা এখন চোরের দখলে।