মেসেঞ্জার ছাড়াই ফেসবুক চ্যাট করা যাবে

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

ধলাই ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ফেসবুক। সব বয়সী ব্যবহারকারী আছে এই প্ল্যাটফর্মটির। দিন দিন আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। তবে এবার ৯ বছর আগের এক পুরোনো ফিচারে ফিরে যাচ্ছে ফেসবুক। শোনা যাচ্ছে, ৯ বছরের পুরোনো এক ফিচার নিয়ে আসছে ফেসবুক।

খুব শিগগির সেই ফিচার চালু হয়ে যাচ্ছে সাইটটিতে। এর মাধ্যমে ব্যবহারকারীদের মেসেঞ্জার অ্যাপের যেতে হবে না। সরাসরি ফেসবুক থেকেই চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। ২০২৪ সালে বন্ধ হওয়া ইন-অ্যাপ মেসেঞ্জার সুবিধাই আবার যুক্ত হচ্ছে ফেসবুকে।

 

ফেসবুকের প্রধান টম অ্যালিসন জানান, ফেসবুকের মূল অ্যাপে মেসেজিং ফিচার পুনরায় চালুর পরীক্ষা চালানো হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা আলাদা মেসেজিং অ্যাপ চালু করা ছাড়াই সহজে যে কোনো কনটেন্ট শেয়ার করতে পারবেন।

 

এছাড়াও ফেসবুক তার হোম ফিডকে নতুনভাবে ডিজাইন করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীর নেটওয়ার্কে বিশেষভাবে পোস্টগুলো দেখানোর পরিবর্তে এআই চালিত বিষয়বস্তু সুপারিশ সহ প্ল্যাটফর্ম জুড়ে আরও বিনোদনমূলক পোস্ট দেখা যায়। মূলত আরও বেশি সময় ধরে ব্যবহারকারীকে ফেসবুকে ধরে রাখার চেষ্টার বর্হিপ্রকাশ এসব। কারণ গত বছরের শেষ ত্রৈমাসিকে এসে ২ বিলিয়ন দৈনিক সক্রিয় ব্যবহারকারী কমেছে ফেসবুকের।