মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে জরিমানা।

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
ছবি ধলাইর ডাক

মৌলভীবাজার  সংবাদদাতা: মৌলভীবাজারের সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে অতিরিক্ত দামে দ্রব্য বিক্রি করায় জরিমানাে আরোপ ও তা আদায় করা হয়।

 শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স । এসময় অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করার অপরাধে পশ্চিমবাজারে অবস্থিত  মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ তা আদায় করা হয়।