ধলাই ডেস্ক: নিলামের মাধ্যমে মোবাইল অপারেটরদের কাছে ৭ হাজার ৬৩৪ কোটি টাকায় তরঙ্গ বিক্রি করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এই পরিমাণ টাকায় নিলামে ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়।
সোমবার রাজধানীর একটি হোটেলে বেলা ১১টায় শুরু হওয়া এ নিলাম শেষ হয় রাত সাড়ে ৮টায়। বেতার তরঙ্গ নিলামে হাড্ডাহাড্ডি লড়াই হয় দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও রবির মধ্যে। জোরদার লড়াইয়ে জিতেছে গ্রামীণফোন। অবশ্য এজন্য তাদের রেকর্ড দাম দিতে হয়েছে।
২১০০ মেগাহার্টজ ব্যান্ডে শেষ নয় নম্বর ব্লকে ৫ মেগাহার্টজ বেতার তরঙ্গ প্রতি মেগাহার্টজ ৪৬ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নিয়ে গ্রামীণফোনই সোমবারের নিলামে সর্বোচ্চ ১০ দশমিক ৪ মেগাহার্টজ বেতার তরঙ্গ বরাদ্দ পেয়েছে।
রবি আজিয়াটা ৭ দশমিক ৬ ও বাংলালিংক ৯ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ কেনে। তবে সরকারি অপারেটর টেলিটক কোনো তরঙ্গ কিনতে পারেনি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন, বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সহ বিটিআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।