লিখিত অভিযোগে শ্রীমঙ্গলে নূর ফুডস এন্ড চাইনিজ রেষ্টুরেন্টকে ৩০ হাজার জরিমানা

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত নূর ফুডস এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এর পঁচা বাসি খাদ্য পণ্য বিক্রয় করা, সেবা প্রদানে অবহেলার অভিযোগ এনে নাজিমূল হক শাকিল নামক একজন ক্রেতা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারীর অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজ ২২.১২.২০১৯ খ্রি: তারিখ অফিস কার্যালয়ে বসে বাদি এবং বিবাদীর বক্তব্য শুনে উক্ত প্রতিষ্ঠানকে দোষি স্বাব্যস্ত করেন এবং দোষী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নূর ফুডস এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট এর কর্তৃপক্ষ তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী নাজিমুল হক শাকিলকে জরিমানার ২৫% হিসাবে ৭ হাজার ৫ শত টাকা প্রদান করা হয়।