আবারো হঠাৎ তাঁর জন্য
———————————
কেনো এমন করলে?
এত বেশি অনুরাগ-আমি থমকে থেমে ছিলাম।
মুচ্ছা যাচ্ছিলাম কলুষিত অভিব্যক্তি প্রকাশে।
চাইনি, বিশ্বাস-করো এ হয়তো আমি নই।
অথবা আমার ভেতরের কেউ নয়।
তবু তুমি আমাকেই করলে আবিষ্কার।
আড় চোখ, চেনা মুখ,পথচারী এত এত মিডিয়া,
তবু তুমি তাই করলে, আর দশজন যা করে,
অথবা আমি ও। ভেবেছিলাম তুমি খুঁজবে, আমাকে বুঝবে,
চেয়ে দেখো কি সুন্দর সত্যের মতো মিথ্যে গুলো।
চারপাশ ঘেরা কেন্দ্রবৃত্ত উত্তরণের নেই আর কোন সহজ পথ।
চাইছিলাম চারপাশটা আগে মেলেধরি তারপর না হয় অন্যকিছু।
চেয়ে দেখো গাছে গাছে আমের মুকুল; ফাল্গুনের হিমেল বাতাস বইছে।
আর ক’টা দিন পরই সোনাদিন,
এই তামাটে রোদে পোড়ামুখ তোমাকে হতাশ করবে না কোনদিন।
লেখক- শামীম মেহেদী।