শীর্ষ নেতা হত্যায় তিন জঙ্গির মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

ধলাই ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে সালমান হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলি এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. জাহাঙ্গীর আলম, দক্ষিণটোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শুকুর ও সানোয়ার আলী।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শামসুল হক, একই উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, নিমতলা ঘণ্টুটোলা গ্রামের মো. মাহতাবের ছেলে মো. শামীম ও নওগাঁর মান্দা উপজেলার শিবনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল মোতাকব্বির ওরফে সনি।

এপিপি আঞ্জুমান আরা জানান, ২০১২ সালের ২৬ এপ্রিল রাতে অভ্যন্তরীণ কোন্দলে জেএমবির শীর্ষ নেতা ঢাকার ধানমন্ডির আজগর আলীর ছেলে মো. রুহুল আমিন ওরফে সালমানকে হত্যা করে আসামিরা। পরে তার মাথাবিহীন মরদেহ নাচোল উপজেলার ফতেপুর ইউপির ইসরাইল চেয়ারম্যানের আমবাগানে ফেলে যায়। এ ঘটনায় তিন জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে মহানন্দার ধাইনগর ঘাট এলাকা থেকে সালমানের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে নাচোল থানার এসআই আনিসুর রহমান সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আঞ্জুমান আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম চন্দ্র মালি ২০১৫ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।