প্রতিনিধি শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শনিবার (২১সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া গারো লাইন মাঠে ফাদার ভোর্ডি ও ফাদার লেহান সিএসসি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় কমলগঞ্জের কালেন্জি খাসিয়া পুঞ্জি বনাম শ্রীমঙ্গল ফুলছড়া গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাব। শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার,বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, স্ট্যান্ডার্ড ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক এটিএম খাইরুল ইসলাম, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ,ইউনাইটেড কম্পিউটার ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান সুমন দেববর্মা,ডমিনিক সরকার রনি, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ প্রমুখ ৷
এ টুর্ণামেন্টে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগান ও খাসিয়া পুঞ্জির মোট ২৮টি দল অংশ্রগহন করেছে। নকআউট পদ্ধতিতে সম্পূর্ন টুর্ণামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয় ৷
ফাইনাল খেলায় স্বাগতিক ফুলছড়া গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাব ও কমলগঞ্জের কালেন্জি পুঞ্জি মুখোমুখি হয়, খেলায় কালেন্জি খাসিয়া পুঞ্জি ২–১ গোলে পরাজিত করে ফুলছড়া গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের প্রমিজ ধার।