শ্রীমঙ্গলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত।

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
ছবি- ধলাইর ডাক

শ্রীমঙ্গল সংবাদদাতা: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। সার্বজনীন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ৫ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্টানমালার আয়োজন করে।

শুক্রবার ২৩ আগস্ট সকালে ১০ টায় হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়ায়  মঙ্গলশোভা যাত্রা, সংকীর্তন ও সম্প্রীতি সমাবেশের উদ্বোধনী অনুষ্টান অনুষ্টিত হয়। উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ঊপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়,ডা: হরিপদ রায়, ডা. বিনেন্দু ভৌমিক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুস ছালেক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুশীল শীল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় রায় রাজুসহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্টান শেষে আখড়া প্রাঙ্গন থেকে বিশাল মঙ্গলশোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় আখড়া প্রাঙ্গনে এসে শেষ হয়।