সঙ্গীতশিল্পী মিলাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১
ফাইল ছবি

বিনোদন ডেস্ক: অ্যাসিড নিক্ষেপের মামলায় সঙ্গীতশিল্পী মিলা ও তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। হাজিরা না দেয়ায় ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনালের জেলা জজ এ গ্রেফতারি আদেশ দেন।

গত ৯ ফেব্রুয়ারি ওই আদেশের কপি রাজধানীর পল্লবী থানায় পৌঁছে। এরপর থেকেই মিলা ও তার সহযোগীকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ।

২০১৯ সালের ২ জুন প্রাক্তন স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম। এরপর ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে এ বছরের ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন। গত ৯ ফেব্রুয়ারি আদালতের জারিকৃত গ্রেফতারি পরওয়ানা পল্লবী থানায় পৌঁছে। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ অভিযুক্ত মিলা ও তার সহযোগী কিমকে খুঁজছে।

মিলার সহযোগী কিম ২০১৯ সালের জুলাই মাসে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতার হন। পরবর্তীতে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। অপরদিকে মিলা এই মামলার ১ নম্বর আসামি। তিনি এখন পর্যন্ত একবারও আদালতে হাজির হননি।