সুদমুক্ত ঋণ পাবে কৃষক!

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দেশের কৃষককে ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ প্রদানের চিন্তাভাবনা করছে কৃষি মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রস্তাবিত ‘কৃষি নীতিমালা-২০১৮’তে একজন ঋণগ্রহণকারী কৃষককে সুদ ছাড়া শুধুমাত্র ঋণের টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ দেয়ার জন্য প্রস্তাব করা হচ্ছে।

এ প্রক্রিয়ার মাধ্যমে ঋণের টাকা পেলে একজন কৃষক ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে উৎসাহিত হবেন। নীতিমালাটি পাস হলে সত্যিকার অর্থে কৃষক উপকৃত হবেন। শুধু তাই নয়, এ ব্যবস্থায় ফসলের বীজ, সার ও সেচসহ কৃষিতে সরকারের ভর্তুকির অর্থের পরিমাণও কমানো সম্ভব।

কৃষি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে ফসল উৎপাদন দ্বিগুণ করতে হবে।

২০১৫ সালে প্রতি হেক্টরে উৎপাদন আছে ২.৬৬ মেট্রিক টন। এ হিসেবে ২০৩০ সালের মধ্যে উৎপাদন প্রতি হেক্টরে ৫.২ মেট্রিক টন করতে হবে।

এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব মন্তব্য করে একজন কর্মকর্তা বলেন, কৃষককে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সার্বিক উৎপাদন ব্যবস্থাপনা আধুনিক যান্ত্রিকীকরণ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে এসডিজি অর্জনে সফলতা সম্ভব বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।