স্থানীয় সরকারের ২৮ উপনির্বাচনের ভোট চলছে

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২১

ধলাই ডেস্ক: স্থানীয় সরকারের ২৮ উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গত ২ সেপ্টেম্বর এসব নির্বাচনের আলাদা আলাদা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে ১২ উপজেলা পরিষদ, চার সিটি কর্পোরেশনের পাঁচ কাউন্সিলর, পাঁচ পৌরসভার এক মেয়র ও চার কাউন্সিলর এবং ছয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদ।

পাঁচ পৌরসভার মধ্যে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে ইভিএমে ভোটগ্রহণ চলছে। বাকি চার পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করছে ইসি।

আর চার সিটির পাঁচ সাধারণ ওয়ার্ডে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া ছয় ইউপির বিভিন্ন ওয়ার্ডে সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও ভোট হচ্ছে। তবে এটি চলছে ইভিএমে।

সূত্র: ডেইলী বাংলাদেশ…