স্বর্ণের দাম ভরিতে কমেছে ২০৪১ টাকা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম এখন ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা। বুধবার থেকে এ ধাতুর নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ৭১ হাজার ১৫০ দশমিক ৪০ টাকা ছিল। ভরিতে দাম কমেছে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৫ হাজার ৯৫৯ দশমিক ৯২ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৬৮ হাজার এক দশমিক ১২ টাকা। সুতরাং ভরিতে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা দাম কমেছে।

একই ভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির বর্তমান দাম ৫৭ হাজার ২১১ দশমিক ৯২ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৫৯ হাজার ২৫৩ দশমিক ১২ টাকা। এতে ভরিতে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা কমেছে।

সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ৪৬ হাজার ৮৮৯ দশমিক ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ছিল ৪৮ হাজার ৯৩০ দশমিক ৪৮ টাকা। এতে প্রতি ভরিতে দুই হাজার ৪১ দশমিক ২০ টাকা দাম কমেছে।