হবিগঞ্জে উন্নয়ন প্রকল্প শুরু

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৯

হবিগঞ্জে সাত কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ১১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বাকী চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার পৌরসভা, সদর উপজেলার তেঘরিয়া, পইল, লস্করপুর ও রাজিউড়া ইউপিতে এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন  হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।

উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে আবু জাহির এমপি বলেন, ১০ বছরে হবিগঞ্জের দেড়শ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ-লাখাই সড়ক নির্মাণসহ ব্যাপক বৈপ্লবিক উন্নয়ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সদর ইউএনও সাখাওয়াত হাসান রুবেল, এলজিইডি’র সহকারী প্রকৌশলী এমদাদ হোসেন, লোকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনু মিয়াসহ স্থানীয়রা।