হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত্র ১২ রোগী শনাক্ত

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত্র ১২ রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে সিলেট ও ঢাকায় পাঠানো হয়েছে। ছয়জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলার দুই-তিনজন করে সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।

তিনি বলেন, দুই-তিনদিনে সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত্র হয়। পরে হবিগঞ্জ আসার হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে।

ডা. রথীন্দ্র বলেন, জেলায় ডেঙ্গুর কোনো ঝুঁকি নেই। এছাড়া যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে। দেয়া হয়েছে মশারিসহ প্রয়োজনীয় সরঞ্জাম।