হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুইজনের

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

হবিগঞ্জ সদর ও বানিয়াচংয়ে রোববার দুপুরে বজ্রপাতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এসময় তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।

নিহতরা হলেন- জেলা সদরের নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া ও বানিয়াচংয়ের দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর মেয়ে সালমা আক্তার। আহতরা হলেন- ডেঙ্গু মিয়ার ছেলে তোরাব আলী, কিতাব আলী ও করম আলী। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, গুঙ্গিয়াজুড়ি হাওরে ছেলেদের নিয়ে ধান কাটছিলেন ডেঙ্গু মিয়া। এসময় বাবা-ছেলে চারজনের ওপর বজ্রাঘাত পড়লে ঘটনাস্থলে ডেঙ্গু মিয়া মারা যান। পরে স্থানীয়রা ছেলেদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বলেন, খেলার সময় সালমার ওপর বজ্রাঘাত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক দেবাশীষ রায় মৃত ঘোষণা করেন।