তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি মার্কিন কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকউন্ট হ্যাক হয়েছিল। হ্যাকারদের প্ররোচনায় নিজস্ব সিস্টেম টুল ব্যবহার করে হ্যাকিং এর ঘটনায় জড়িত ছিলেন টুইটারের কর্মকর্তারা।
শনিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে টুইটার। তদন্তের স্বার্থে এখনই তারা ঘটনার সম্পূর্ণ তথ্য প্রকাশ করছে না। খবর নিউইয়র্ক টাইমস
হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্টগুলোতে পোস্ট দিয়ে বলা হয়, ‘করোনাভাইরাস মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’ সব টুইটে বিটকয়েন পাঠানোর একই ঠিকানা দেওয়া হয়।
এই ঘটনার পরে ব্লকচেইন রেকর্ডের সার্বজনীন তথ্য মতে এখন পর্যন্ত হ্যাকাররা ১ লাখ মার্কিন ডলারের সমমূল্যের বিটকয়েন হাতিয়ে নিয়েছে।
বুধবার অজ্ঞাত পরিচয়ের হ্যাকাররা ১৩০টি অ্যাকাউন্টের মধ্যে ৪৫টি অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে টুইট করতে সক্ষম হয়েছে।
টুইটার জানায়, হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকা টুইটার অ্যাকাউন্টগুলোর আনুসাঙ্গিক সকল তথ্য সংরক্ষণ এবং পরিবর্তন করতে সক্ষম হ্যাকাররা।
ইতোমধ্যেই হ্যাকাররা কয়েকটি হ্যাক করা অ্যাকাউন্টের অপব্যবহারও করেছে।
স্যান ফ্রান্সিস্কোর এফবিআই ডিপার্টমেন্ট এবং ওয়াশিংটনের আইন প্রনেতারা একই সাথে এই ঘটনা তদন্তে কাজ করছেন।