ডেস্ক রিপোর্ট: ক্যামেরা দেখেনই স্মার্টফোন কেনেন প্রায় সবাই। মেগাপিক্সেলের জন্য স্মার্টফোনগুলো এখন জনপ্রিয়তা পায়।
জানা গেল, ২০১৯ সালেই পাওয়া যাবে ১০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। এর আগে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাংয়।
৬৪ মেগাপিক্সেলের সঙ্গে পাওয়া যাবে উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি। যা দিয়ে উন্নত মানের ছবি ও ভিডিও তোলা যাবে। এখন পর্যন্ত বাজারে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরাসহ স্মার্টফোন রয়েছে।
বর্তমানে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আলোচনায় রয়েছে Redmi Note 7 Pro। এছাড়া অপো, স্যামসাং ও অনারের ফোনেও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।