
ফাইল ছবি
ধলাই ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কর্মহীন হওয়া মানুষদের জন্য দেশব্যাপী চালু ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সোমবার খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে এই কার্যক্রম আবার শুরু করা হবে।
মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, এই চাল কিনতে কোনো ধরনের কার্ডের বাধ্যবাধকতা না রাখায় অনেক মানুষ ভিড় জমাচ্ছিলেন। এর মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে রোববার দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দেয় খাদ্য মন্ত্রণালয়।