৫ জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগের চার জেলা (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) এবং ব্রাহ্মণবাড়িয়ায় আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার দুপুরে সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সিলেট বিভাগের ডিআইজি মো. কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ পরিবহন ধর্মঘট স্থগিত করেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

জানা যায়, সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচলের সংখ্যা কমিয়ে ৪টি বাস চলাচলের অনুমতি দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে করে সুনামগঞ্জ-সিলেট সড়কে মোট ৪টি বিআরটিসি বাস চলাচল করবে। যার মধ্যে দুইটি এসি ও অন্য দুইটি নন এসি।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন, আমাদের দাবি ছিল যেন সুনামগঞ্জ-সিলেট সড়কে ৪টি বাস চলাচল করবে। আজকে বিভাগীয় কমিশনার ও ডিআইজি মহোদয়ের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমরা দাবিগুলো তুলে ধরি। আর আমাদের এ দাবি বিআরটিসি ম্যানেজার ও মেনে নিয়েছেন, তাই এখন আমরা ধর্মঘট স্থগিত করেছি।

সিলেট বিআরটিসি ডিপো ম্যানেজার মো. জুলফিকার বলেন, বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জ সিলেট সড়কে ৪টি বাস চলাচল করবে। তিনি বলেছেন, আপাদত এরকম চলাচল করতে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।