৫ দফা দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯
ছবি ধলাইর ডাক

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ( ফারিয়া ) এর কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ৫ দফা দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে সংগঠনটির শ্রীমঙ্গল উপজেলা শাখা।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সরকারি নতুন বেতন স্কেলের ৭ ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ, সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান করা, যত্রতত্র ভাবে বহিষ্কার আদেশ প্রত্যাহার, বর্তমান মূল্যস্ফীতির সাথে ঠিক রেখে টি এ, ডি এ ও অনান্য ভাতা প্রদান, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান সহ সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ন করার দাবি জানানো হয়।

ফারিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল এবং সাধারণ সম্পাদক মোঃ কবিরুল আলম সহ বিভিন্ন ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন প্রতিনিধি মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন।