কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ উপজেলা পর্যায়ে বাছাই পর্বে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, বিভিন্ন উদ্ভাবন, ভাল শিখনসহ সার্বিক বিবেচনায় বিদ্যালয়টিকে কমলগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে ঘোষনা করা হয়।
কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একাধিকবার এই বিদ্যালয়ের এসএমসি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছিল।
কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে প্রতিটি ক্ষেত্রে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। বিদ্যালয়ে মিড ডে মিল, বন্ধু শিক্ষক কার্যক্রম, কাব কার্যক্রম, হলদে পাখির দলসহ নানামুখী শিক্ষণীয় কার্যক্রম চলমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্না বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম করে আসছি। যার ফলে শিক্ষার্থীদের ঝরে পড়া শূণ্যের কোঠায় এবং উপস্থিতি শতভাগ। সকলের দোয়া ও ভালবাসা নিয়ে আমরা বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই।
আলাপকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকরা খুবই আন্তরিক। বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক সালেহা মাহমুদ এর নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি, পিটিএ কমিটিসহ সকলের সহযোগিতায় বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় আমি সকলের কাছে কৃতজ্ঞ।