মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার ও আশপাশের জেলা থেকে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
পরে বিজয়ী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।