মৌলভীবাজারে আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

ধলাই ডেস্ক: মৌলভীবাজার শহরে একটি জুতার দোকানে আগুন লেগে একই পরিবারের চারজনসহ পাঁচজন মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের কিংস শুজ নামের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুভাষ রায়সহ তার পরিবারের চারজন ও এক আত্মীয় নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে নারী ও শিশু রয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি পরিমল দেব জানান, দোতলা ভবনের ওপরের তলায় বাসা ও নিচে জুতার দোকান। সকালে প্রথমে দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে জুতার দোকানসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের ফায়ারম্যান সহন কুমার জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি পরিমল দেব আরো জানান, পোড়া দোকান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। কীভাবে ওই দোকানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।