শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় শহরের কলেজ রোডস্থ স্টার কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আক্তার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব এ এস এম ইয়াহিয়া।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন স্বাগত বক্তব্যে রাখেন। বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির সদস্যদের বলেন ভেজাল ও নিম্নমানের জিনিসপত্র বিক্রয় ও বিপনন দন্ডিত অপরাধ এতে ব্যাবসায়ী সমিতির সুনাম ক্ষুণ্ণ হয়। তাই এর থেকে বিরত থাকে সকল ব্যাবসায়ীদের অনুরোধ করেন।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
সভায় শ্রীমঙ্গল ব্যাবসায়ী সমিতির ২০১৯ – ২০ এর কার্যকরী কমিটির সকল সদস্য এবং সর্বস্থরের ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।