কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্যদের অন্যতম সদস্য কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুর রশীদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু, প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ, সমাজ সেবক ও বিএনপি নেতা অলি আহমদ খান, অধ্যক্ষ নেছার আলী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ সোয়েব আহমদ মিঠু, আনোয়ার খান, লোকমান আহমদ, ডা. হেলাল উদ্দীন প্রমুখ।
শহীদ নগর আদর্শ বিদ্যানিকেতনে ২০১৮ সনের পিইসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয় এবং ১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত সাত জনকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট, খাতা, কলম প্রদান করা হয়।