কমলগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯
ছবি- ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টায় আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,পূর্বজালালপুর গ্রামের খলিল মিয়ার ছেলে তোয়াবুর রহমান (২৫) ও ইছুব আলীর ছেলে নছিব আলী (২৪)।

কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় এসআই চম্পক দামের নেতৃত্বে, এএসআই গোলাম মোস্তফা ও এএসআই আয়েছ মাহমুদসহ একদল পুলিশ আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তোয়াবুর রহমান ও নছিব আলীকে আটক করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।