ধলাই ডেস্ক: রাজধানীর কুর্মিটোলায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে কুর্মিটোলা হাসপাতালের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সোহাগ মাহমুদ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পাওয়া মাত্র আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কীভাবে আগুন লাগলো সে বিষয়েও কোনো রিপোর্ট পাইনি আমরা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।