চিকিৎসক ২১, রোগী ১০

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

ধলাই ডেস্ক: করোনা আতঙ্কে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি কমে গেছে। ৫০ শয্যার এই হাসপাতালে ২১ জন চিকিৎসক থাকলেও রোগী রয়েছেন ১০ জন। অথচ উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের হাসপাতাল এটি। তবে অনেকে বাড়ি বসে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগে কিছু রোগী ডাক্তারের পরামর্শ নিয়ে তড়িঘড়ি করে হাসপাতাল ছাড়ছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ ওয়ার্ডে সাত ও নারী ওয়ার্ডে তিনজন রয়েছেন।

হাসপাতালের তথ্যমতে, শনিবার পুরুষ ওয়ার্ডে ১৫ ও নারী ওয়ার্ডে ১৩ জন ভর্তি ছিলেন। ২৩ ও ২৪ মার্চ রোগী ছিলেন ৪০ জন। ২২ মার্চ ছিলেন ৪৮ জন। করোনা আতঙ্কে এক সপ্তাহের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

হাসপাতাল গেটের ওষুধ ব্যবসায়ী আব্দুস সবুর জানান, হাসপাতালে রোগীর কম উপস্থিতি এর আগে কখনো দেখেননি তিনি। দুই-একজন ওষুধ কিনতে এলেও তড়িঘড়ি বাড়ি ফিরছেন। যেন হাসপাতাল এলাকা ছাড়তে পারলেই তারা রক্ষা পান। আবার অনেকের ভেতর করোনা নিয়ে চলছে অজানা এক আতঙ্ক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহম্মদ জানান, উপজেলায় এখনো কেউ করোনায় আক্রান্ত হননি। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে মানুষ হাসপাতাল এড়িয়ে চলছেন।