ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের মসজিদগুলোতে জুমার নামাজে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার (২ জুলাই) নগরের সিআরবি জামে মসজিদ, বায়তুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা জামে মসজিদে জুমার নামাজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক খুতবা দেয়া হয়। এর মধ্যে সিআরবি জামে মসজিদে খুতবার আগে আলোচনায় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন মুসল্লিদের উদ্দেশে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে যে কোনো গুজবের বিষয়ে আরও সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।
পরে ডেঙ্গুর ভয়াবহতা থেকে মুক্তি পেতে এক বিশেষ দোয়ায় অংশ নেন জেলা প্রশাসক। এ ছাড়া নামাজ শেষে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এদিকে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে খুতবার আগে আলোচনায় কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ ছাড়া আন্দরকিল্লা জামে মসজিদে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এলএ মোহাম্মদ আমিরুল কায়সার।