ধলাই ডেস্ক: ট্রাকের নিচে চাপা পড়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আলমগীর (২৫) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
নিহত আলমগীর দুর্গাপুর উপজেলার মাসকান্দা গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। আহতরা হলেন পলাশ (১৮), পায়েল (১৭), আহাদ নূর (১৫) ও আইনুল হক (২২)। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বালুঘাটা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পায়েলকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।