ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নুপুর (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের সাথে থাকা অপর এক স্কুলছাত্রী শ্রাবণী (১৪) আহত হয়েছে।
শনিবার রাতে বিমানবন্দর রেলস্টেশনের ২নং প্ল্যাটফর্মের ৪ নম্বর রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত নুপুর দশম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম পরিতোষ। তাদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামে।
বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুই স্কুলছাত্রী বই-খাতা নিয়ে হেঁটে চার নম্বর রেললাইন অতিক্রম করছিল। কিন্তু বৃষ্টির কারণে তারা পেছনের দিকে আবার আসার চেষ্টা করলে, চট্টগ্রাম থেকে কমলাপুরগামী কর্ণফুলী এক্সপ্রেস তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই এক নুপুরের মৃত্যু হয়।
তিনি জানান, শ্রাবণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।