বিজয় মিছিলে পরাজিত প্রার্থীকে পিটিয়ে মারল কর্মী-সমর্থকরা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১
নিহতের স্বজনদের আহাজারি -ছবি: সংগৃহীত

ধলাই ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজয় মিছিলে শাহারুল ইসলাম নামে এক পরাজিত প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহারুল চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ নেন। এছাড়া তিনি একই ওয়ার্ডের বর্তমান মেম্বার।

নিহতের স্বজনদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বিজয় মিছিল নিয়ে বের হন নবনির্বচিত ইউপি সদস্য ফিরোজ কবির। এ সময় চৌরাস্তা মোড়ে পরাজিত মেম্বার প্রার্থী শাহারুলের কর্মী শামসুল হককে সামনে পেলে মারধর করেন ফিরোজ কবির ও তার কর্মীরা। কর্মীকে বাঁচাতে এলে শাহারুলের ওপরও হামলা চালান তারা।

একপর্যায়ে তারা শাহারুলের বিশেষ অঙ্গে আঘাত করেন। এতে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্বজনরা তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকে ৯৮৪ ভোট পেয়ে জয়ী হন ফিরোজ কবীর। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহারুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে ভোট পান ৮৩৮।