যাত্রীবাহী বাস উল্টে নিহত ১: আহত ১৯

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০
সংঘৃহীত

ধলাই ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে হাছিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৯ জন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছিনা বেগম কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরকান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, অতিরিক্ত গতির কারণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।