হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জে শনিবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, লাখাইয়ের শনিবার বিকেলে জিরুন্ডা গ্রামের নূর আলমের ছেলে সামিউর আলম, আজমিরীগঞ্জের নগর গ্রামের সোহেল মিয়ার ছেলে শ্রাবণ মিয়া।
লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, সামিউর আলম বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক জানান, শ্রাবণ মিয়া স্কুল থেকে ফেরার পথে সহপাঠীদের নিয়ে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।