ডেস্ক রিপোট: রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজি ও রিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। পরিস্থান পরিবহনের বাসটি জব্দ এবং সিএনজি-রিকশাকে উদ্ধারের চেষ্টা চলছে।
পরিস্থান পরিবহনের মালিক শিরিন শান্তি নামে এক ব্যবসায়ী।