কমলগঞ্জে বর আসলো কনে নিতে:কনে উদাও হলো প্রেমিকের সাথে!

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ৬, ২০১৯

ডেস্ক নিউজ: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে বরযাত্রী নিয়ে বর যখন কমলগঞ্জ বালিগাঁও গ্রামে কনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে জুড়ী উপজেলায় আসে, ঠিক তখনি পথিমধ্যে খবর গেলো বিউটি পার্লারে সাজতে গিয়ে কনেকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছেনা। এমন খবরে হতভম্ব হয়ে পড়েন বর পক্ষের লোকজন। পারিবারিক ও কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, সামাজিক ভাবে আলোচনা সাপেক্ষে মেয়ের সম্মতিতে ধর্মীয় রীতিনীতি মেনে কমলগঞ্জ উপজেলা বালীগাঁও গ্রামের
রতু দেবের মেয়ে ফাল্গুনী দেব (১৮) এর সাথে বড়লেখা উপজেলার পৌর এলাকার রিংকু দেবের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় সোমবার (৬ মে) রাতে কনের পিত্রালয় বালিগাঁও গ্রামে। অনুষ্ঠানকে ঘিরে বিয়ে বাড়ীতে যথারীতি সাজ স্বজ্জা করা হয়। বিয়ের
আগের দিন থেকে  আত্মীয় স্বজন সহ আমন্ত্রীত অতিথিরা বাড়ীতে এসে জড়ো হয়েছিলো। কনের বাড়িতে চলছে বিয়ের আমেজ হৈ হুল্লুড়, চলছে বরকে বরণ করার প্রস্তুতি সোমবার রাতে বর আসার আগে সন্ধ্যায় ভানুগাছ বাজার চৌমুনীস্থ
বিউটি পার্লার অনন্যাতে কনে ফাল্গুনী দেব যায় নিজেকে কনে রুপে প্রস্তুুত করতে । সেখানে সাজ-গোছ করা শেষ না করেই একই উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের বাদশা মিয়ার ছেলে প্রেমিক আলাউদ্দিন (২০) হাত ধরে
পালিয়ে যায়। ফাল্গুনির নিকট আত্মীয় তপন দেব জানান, ফাল্গুনী পার্লারে সাজ স্বজ্জ্বার কাজ না করেই একটি ছেলের হাত ধরে মোটর সাইকেল চড়ে বসতে দেখে এগিয়ে আসলে মুহুর্তের মধ্যেই ছেলেটি ফাল্গুনীকে নিয়ে উদাও হয়ে যায়। পরে এই খবর শুনে ফাল্গুনীর পিতাসহ আত্বীয়রা তাদের খোঁজে বের হলেও তাদের কোন সন্ধান বের করতে পারেননি। বিষয়টি মৌখিকভাবে কমলগঞ্জ থানাকে অবহিত করে পুলিশের সাহায্য চাওয়া হয়। এদিকে বর পক্ষ জুড়ি উপজেলার সড়কে বর যাত্রী বহর নিয়ে  অপেক্ষায় থাকেন খবরের জন্য। শেষমেষ কোনভাবেই প্রেমিক জুটির সন্ধান না পেয়ে কনের পিতা রতু দেব পরবর্তীতে বরযাত্রীকে জুড়ী উপজেলা থেকে ফিরে যাওয়ার অনুরোধ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছে।