অসুস্থ অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাজেট উপস্থাপন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৯

ডেস্ক রিপোর্ট: ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে জাতীয় সংসদে। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

শারীরিক অসুস্থতার জন্য একদিন আগেই হাসপাতাল থেকে ফিরেছেন অর্থমন্ত্রী। এ অবস্থায় একাদশ জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশের শুরুতেই অস্বস্তিবোধ করছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অবস্থায় বাজেট ঘোষণায় অর্থমন্ত্রীকে সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই জাতীয় সংসদে বাজেট পেশ শুরু করেছেন।