আগ্নেয়াস্ত্র সহ ৪ ভারতীয়কে কমলগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে আটক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ ৪ ভারতীয় নাগরিককে স্থানীয় জনতা  আটক করে কুরমা বিজিবি ক্যাম্পের জোয়ানদের হাতে সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন, কৃষ্ণদা রিয়াং ছেলে সতিন্দ্র রিয়াং(২১) পুষ্পরাম রিয়াং ছেলে নিরঞ্জ রিয়াং(২৮), পিতাঃ বীরেন্ড রিয়াং সম্রাট রিয়াং(২১), ও রাজেন্দ্র রিয়াং এর ছেলে সুমিরন রিয়াং(৩১)।
জানা যায়, ভারতীয় সীমান্ত ঘেষা ইসলামপুর ইউনিয়ন বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে সীমান্ত এলাকায় বাঘাছড়া এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকজন যুবককে ঘুরতে দেখে স্থাণীয় নাগরিকরা। বিষয়টি স্থানীয়  ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানায় এলাকাবাসী। ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন ঘটনাটি জানতে পেরে, স্থানীয় নাগরিকদের সাথে নিয়ে অস্ত্রধারী ভারতীয় নাগরিকদের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।
কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলামের সাথে আলাপ করলে, তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন তথ্য দিতে অপরগতা প্রকাশ করেন।
তবে কমলগঞ্জ থানার ওসি তদস্ত আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে কুরমা ক্যাম্পে যাই। ইসলামপুরের বাঘাছড়া থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরী ৬টি একনলা বন্দুক সহ চারজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এই অস্ত্র দিয়ে তারা বনের বানর ও শুকুর শিকার করে থাকে। তিনি আরো জানান, শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটেলিয়ানের অধিনায়কের মাধ্যমে আইনানুগ ভাবে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হবে।