ধলাই ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে আট লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় জামাল হোসেন (২২) এক রোহিঙ্গাকেও আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীর রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পাশের সমুদ্র সৈকত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক মো. জামাল হোসেন টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ২২ এর আওতাধীন ডি-২ ব্লকের মো. হোছনের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান ইনানীর হোটেল রয়েল টিউলিপের এক কিলোমিটার দক্ষিণে পাটুয়ার টেক ব্রিজের পশ্চিম দিক দিয়ে ঢুকছে- এমন সংবাদ পায় র্যাব। ওই সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে র্যাব অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা চোরাচালানে সম্পৃক্ত নুর হাফেজসহ ৫/৬ জন ট্রলারযোগে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে আট লাখ পিস ইয়াবসহ ওই রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এটি এ বছরের সর্বোচ্চ পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনা। আটক জামালকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।