
ধলাই ডেস্ক: রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এতে আইরিন, সিমু, মিমসহ তাদের আট সদস্য আহত হয়েছেন।
৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কিন্তু হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, তৃতীয় লিঙ্গের কিছু সদস্য আহত হয়েছেন। এর আগে ২৫ অক্টোবর উত্তর পশ্চিম থানায় আব্বাস উদ্দীন আশিক নামের এক ব্যক্তি ২-৩’শ তৃতীয় লিঙ্গের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। কিন্তু ঐ ঘটনার কোনো সত্যতা পায়নি পুলিশ। আজকের ঘটনাও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।
সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ লাঠি দিয়ে ৭-৮ জন তাদের অন্য গ্রুপের সদস্যদের ওপর হামলা করে। এ সময় প্রত্যক্ষদর্শী একজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়।