ধলাই ডেস্ক: জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আনোয়ারা বেগম নামে এক প্রসূতি। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি কন্যা সন্তান। মঙ্গলবার সকালে শহরের জিয়া হেলথ কমপ্লেক্স হাসপাতালে ওই চার সন্তানের জন্ম হয়।
হাসপাতালের গাইনি বিভাগের সার্জন ডা. সাজদা-ই-জান্নাত জানান, সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আনোয়ারা বেগম। ওই প্রসূতির আল্ট্রাসাউন্ড রিপোর্টে দুটি শিশুর অস্তিত্ব দেখা যায়। সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারীর প্রথম সন্তান প্রসব করানো হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে আনোয়ারা বেগম পরপর তিন সন্তানের জন্ম দেন। চার নবজাতকই সুস্থ আছেন বলেও জানান ডা. সাজদা-ই-জান্নাত।
আনোয়ারা বেগমের স্বামী বিল্লাল হোসেন জানান, নবজাতক ৪ জনের মধ্যে দুই ছেলের নাম রেখেছেন ইমান হাসান ও ইমান হোসাইন। অন্যদিকে দুই মেয়ের নাম রাখা হয়েছে আমেনা ও ফাতেমা। তবে তারা হতদরিদ্র হওয়ায় ৪ নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।