আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভে ট্রাম্প সমর্থক ও ট্রাম্প বিরোধীদের মধ্যকার সংঘর্ষে শনিবার অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টার দিকে আট ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চার জন ছুরিকাহত যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডিসি মেয়র মুরিয়েল বাউসারের কার্যালয়। আহত বাকি চার জনের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ‘স্টপ দ্য স্টিল’ শিরোনামে শনিবার দেশ জুড়ে প্রতিবাদ র্যালি ও প্রার্থনা কর্মসূচীর ডাক দেয় ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট ও ফ্রিডম প্লাজার সামনে তারা সমাবেশের আয়োজন করে। এদের সমাবেশের পাশেই আরেকটি সমাবেশ করে ট্রাম্প-বিরোধীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মৃদু সংঘর্ষ হয়েছে। তবে এগুলো বাদে পুরো কর্মসূচী শান্তিপূর্ণ ছিল বলে জানায় সিএনএন।
মেয়রের কার্যালয় থেকে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ছয়জন আটক হয়েছেন পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে, ১০ জন আটক সাধারণ হামলা চালানোর অভিযোগে, চারজন দাঙ্গা বাঁধানোর অভিযোগে, দু’জন পুলিশ লাইন অতিক্রম করার অভিযোগে এবং একজন আটক হয়েছেন অবৈধ অস্ত্র সঙ্গে রাখার অভিযোগে।