ধলাই ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরে নারীসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ তিন লক্ষাধিক টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে তাদের আটক করা হয়।
৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন, তারা কেন ঢাকা যাচ্ছিলেন? তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কী না তা নিয়ে অনুসন্ধান অব্যাহত আছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে।
সূত্র: জাগো নিউজ…