বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিল কনে। সেই সময় তার কপালে বন্দুক ঠেকিয়ে সবার চোখের সামনে থেকে তুলে নিয়ে গেল প্রাক্তন প্রেমিক। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশের শিকর জেলায়।
মঙ্গলবার নাগওয়া গ্রামে বিয়ে হয় হংস কানওয়া নামের এক নারীর। বিয়ের পরদিন বুধবার কনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই অঙ্কিত সেওদা নামের এক তরুণ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে
গাড়ি থেকে হংসকে অপরহরণ করে নিয়ে যায়।
ওই নারীকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অপরাধীদের খোঁজে তদন্ত করছেন তারা।